থার্টিফার্স্ট নাইটে দুর্ঘটনা প্রতিরোধে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বাসাবাড়ির ছাদ, ভবন, উন্মুক্ত স্থান, পার্কে আতশবাজি, পটকা ফোটানো বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।
এদিকে, ঢাকায় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পুরো শহরের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি পরিবেশ অধিদফতরের ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন এবং তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
সোমবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপি এবং ডিএমপি কমিশনারকে পক্ষাবলম্বী হিসেবে বিবাদী করা হয়।
রিটে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বাসাবাড়ির ছাদে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, রাত ১০টা থেকে সড়ক, পার্ক এবং উন্মুক্ত স্থানে জনসমাগম নিষিদ্ধ করার এবং আতশবাজি, পটকা ও ফানুসের বেচাকেনা বন্ধ করার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।