অবৈধ বিদেশিদের বাংলাদেশে অবস্থান করতে দেওয়া হবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৮ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা শেয়ার করেন।
তিনি বলেন, কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না। এটি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। বিদেশিদের বিষয়ে তালিকা প্রস্তুত করার পর, তাদের কতদিন বাংলাদেশে থাকার অনুমতি দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে।
সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত হওয়া জানিয়েও তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই সহ্য করা হবে না।
ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন উল্লেখ করে তিনি জানান, এটি পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি বৈঠক হবে।
থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আতশবাজি পোড়ানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এছাড়া তরুণরা প্রকাশ্যে মাদক সেবন করবে, এমন কিছু ঘটতে দেওয়া হবে না।