শিরোনাম

আমাকে অনিয়মের সঙ্গে জড়ানোর চেষ্টা করলে ক্যারিয়ার শেষ করে দিব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
ছবি : সংগৃহীত

নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারের সময় সতর্ক থাকতে হবে। সিন্ডিকেট গঠনের চেষ্টা করবেন না এবং আমাকে অনিয়মের সাথে জড়ানোর চেষ্টা করবেন না। কেউ যদি এই ধরনের চেষ্টা করে, তার ক্যারিয়ার শেষ করে দেওয়া হবে। টেন্ডার কার্যক্রমে স্বচ্ছতা আনার জন্য তিনি বলেছেন, এমন কোনো শর্ত আরোপ করবেন না যা উন্মুক্ত প্রতিযোগিতার পথ বন্ধ করবে।

বুধবার বিকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় ফেয়ারলী হাউজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। ওই দিন সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) শিক্ষার্থীরা তার সঙ্গে সাক্ষাৎ করেন।

বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের কারসাজি ও অনিয়ম বন্ধ করে স্বচ্ছতার সাথে টেন্ডার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। একইসাথে তিনি সংস্থার সেবা মান ও আয় বাড়াতে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বিআইডব্লিউটিসির আয় বাড়ানো উচিত, কারণ সংস্থার আয় না হলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেয়া সম্ভব হবে না। তিনি অভিযোগ করেন, প্রতিটি মন্ত্রণালয়ে অন্তত ৭৫ শতাংশ চাটুকারিতা রয়েছে এবং দক্ষতার ভিত্তিতে পদোন্নতি হয় না। তিনি জানান, বর্তমানে বিভিন্ন সেক্টরে চাটুকারিতা বিস্তার লাভ করেছে এবং তিনি বর্তমান সরকারের সময়ে ব্যয় কমিয়ে আয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি নৌপথের সমস্যার কথা উল্লেখ করে বলেন, বিআইডব্লিউটিসির নৌযানের সমস্যাগুলো সমাধান করার নির্দেশ দিয়েছেন। ঘাটে টাকা আদায়ের বিষয়ে অভিযোগ শুনে তিনি বলেন, যেকোনো সময় ঘাটে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলবেন।

ছাত্র-জনতার আন্দোলনে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, আন্দোলনে ছাত্রদের যেভাবে হত্যা করা হয়েছে তা এখনও তার ঘুমের ব্যাঘাত ঘটায়। তিনি স্মরণ করিয়ে দেন যে, তাদের জীবন দিয়ে অর্জিত স্বাধীনতা মনে রাখতে হবে।

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওর প্রসঙ্গে তিনি বলেন, সেখানে দেখা যাচ্ছে কিভাবে মৃতদেহ একে অপরের ওপর ফেলা হচ্ছে, যা অত্যন্ত নৃশংস। এমন কার্যকলাপের সাথে জড়িত সরকার কতটা দুর্নীতি করেছে তা সহজেই অনুমেয়। ওই সময় সৎ লোকদের ভালো অবস্থানে রাখা হয়নি এবং যিনি হাসতে হাসতে ৪০০ কোটি টাকার মালিক হওয়ার দাবি করেন, তার নেতৃত্বে সিস্টেম ভেঙে পড়ার পক্ষে কিছুই নয়।

  • usharbani
  • ঊষারবাণী
  •