শিরোনাম

ফ্যাসিবাদের পক্ষে লিখলে তা ভেঙে দেব : হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

ফ্যাসিবাদের পক্ষে কথা বলা কোনো মিডিয়া বা ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনারে একটি পথসভায় বক্তব্য রাখেন তিনি। পথসভাটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দাবি ও গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়।

ফ্যাসিবাদবিরোধী অবস্থান

হাসনাত বলেন, “যেসব মিডিয়া ও বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, ফ্যাসিবাদকে সমর্থন করা কোনো কলম যদি লেখে, সেই কলম আমরা ভেঙে দেব। তরুণ প্রজন্ম আজ রক্ত দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে শামিল হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “তরুণ প্রজন্মের আবেগ এবং আওয়াজকে উপেক্ষা করলে, পরবর্তী নেতৃত্বকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে।”

তরুণ প্রজন্মের ক্ষোভ ও পরিবর্তনের প্রত্যাশা

হাসনাত বলেন, “আমাদের রাজনীতিতে প্রতিহিংসা ও দুর্বৃত্তায়নের সংস্কৃতি তরুণদের আশাহত করেছে। নাগরিক অধিকার নিশ্চিত না করতে পারা এবং রাজনৈতিক কাঠামোর ব্যর্থতা তরুণ প্রজন্মের মধ্যে বঞ্চনার সৃষ্টি করেছে। এই বঞ্চনাই আজ দ্রোহের আগুন জ্বালিয়েছে। তরুণদের ভয়হীন মনোভাব ও অভিজ্ঞ নেতৃত্ব একত্রিত হয়ে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হুঁশিয়ারি

আন্দোলনের আল্টিমেটাম নিয়ে হাসনাত বলেন, “আমরা জানুয়ারি ১৫ তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়েছি। কিন্তু এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। যদি উপদেষ্টারা জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হন, তবে জনগণের কাতারে নেমে আসুন। প্রয়োজনে আবারও আন্দোলন গড়ে তুলে আমাদের দাবি আদায় করব।”

উপস্থিত নেতৃবৃন্দ

গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।