শিরোনাম

ভারত আরও একটি মুসলমানবিরোধী পদক্ষেপ নিয়েছে: আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ দিন আগে
ছবি : সংগৃহীত

ভারতের মোদি সরকার মুসলমানদের বিরুদ্ধে আরও একটি বৈষম্যমূলক পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

রোববার (৬ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ভারত সরকার একটি নতুন আইন পাশ করেছে, যার মাধ্যমে মুসলিমদের ‘ওয়াক্‌ফ’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। একইসঙ্গে এসব সম্পত্তিতে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যবস্থাও করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই আইনকে ব্যবহার করে প্রাচীন মসজিদসহ মুসলমানদের বহু ঐতিহাসিক স্থাপনা দখলে নেওয়া হতে পারে।

অসন্তোষ প্রকাশ করে আসিফ নজরুল লেখেন, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা জায়গা পান না। সেই প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, ওয়াক্‌ফ বোর্ডে কেন অমুসলিমদের অন্তর্ভুক্ত করা হবে?

তিনি আরও মন্তব্য করেন, এই নতুন আইন হিন্দুত্ববাদী শক্তির পক্ষ থেকে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের প্রতি ধারাবাহিক বৈষম্য ও নিপীড়নের আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিষয়টি দুঃখজনক বলে আখ্যায়িত করে আসিফ নজরুল বলেন, ভারত একদিকে মুসলমানদের ওপর দমনমূলক নীতি চালাচ্ছে, আর অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করছে।