শিরোনাম

ভারত বিশ্ব মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে : দুলু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় না রেখে দাদাগিরি চালানোর কারণে এখন কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন এবং দেউলিয়া অবস্থায় রয়েছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অবহেলার নীতি গ্রহণ করে ভারত নিজেই সমস্যায় পড়েছে এবং ধীরে ধীরে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে।

তিনি এসব কথা বলেন শনিবার (৭ ডিসেম্বর) নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি নেতা নেয়ামত উল্লাহ নান্নুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে।

প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ও ষড়যন্ত্র

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “ভারত ভুলে গেছে যে রাষ্ট্রের সম্পর্ক হয় আরেক রাষ্ট্রের সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু ভারত বাংলাদেশের গণমানুষের বিপ্লব (জুলাই-আগস্ট) ও শেখ হাসিনার পতনের ঘটনায় মর্মাহত হয়ে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। তারা হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র করছে।”

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সচেতনতার আহ্বান

তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ যেখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে। এ দেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। কিন্তু ভারত বারবার সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে মানুষের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছে। এজন্য আমাদের সজাগ থাকতে হবে এবং পতিত হাসিনা সরকার ও তার দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে।”

স্মরণসভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব

লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় আরও বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।

No tags found for this post.