শিরোনাম

১০০ গ্যাস কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
Usharbani-Fawzul-Kabir

দেশে গ্যাস উত্তোলনের জন্য আরও ১০০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দেশে গ্যাসের মজুদ পরিস্থিতি এবং ভোলায় গ্যাসের সন্ধান নিয়ে ছড়ানো অপপ্রচার সম্পর্কে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

ফাওজুল কবির বলেন, আমরা দেশের গ্যাস সম্ভাবনা উন্মোচনে কাজ করছি। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প নেওয়া হবে না এবং টেন্ডার দেওয়া হবে না। পূর্বের করা চুক্তিগুলো পর্যালোচনা করা হবে। প্রতিটি চুক্তিতে বিশ্বাসের জায়গা থাকে, তবে কিছু ক্ষেত্রে ধোঁকা দেওয়ার প্রবণতা দেখা গেছে। এজন্য দুটি কমিটি গঠন করা হয়েছে, যারা এই চুক্তিগুলো খতিয়ে দেখবে। সাম্প্রতিক সময়ে লোডশেডিং বেড়েছিল, তবে আমরা তা কাটিয়ে উঠেছি।

বিদ্যুৎ আমদানির বকেয়া বিল নিয়ে তিনি বলেন, “আমদানি করা বিদ্যুৎসহ অন্যান্য বিল পরিশোধের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার সহায়তা চাওয়া হচ্ছে। বিশ্ব ব্যাংকের কাছেও একই পরিমাণ সহায়তা চাওয়া হবে।”

রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে তিনি বলেন, চুক্তি বলবৎ থাকায় এখনই রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বিশেষজ্ঞ কমিটি এ নিয়ে কাজ করছে, তাদের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

ভোলায় ৫.১ টিসিএফ গ্যাস পাওয়ার তথ্যকে ভুল বলে উল্লেখ করে তিনি বলেন, সেখানে দুই টিসিএফ গ্যাসের মজুদ রয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250