রামপুরা, হাতিরঝিল ও শাহবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।
গ্রেফতার দেখানো ব্যক্তিরা হলেন:
– সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,
– সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি,
– সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু,
– এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ থাকার অভিযোগ রয়েছে। এর আগে তারা বিভিন্ন মামলায় রিমান্ডেও ছিলেন।
হাতিরঝিল থানার মামলায় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার অভিযোগে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন আদালত। শাহবাগ থানার নতুন একটি হত্যা মামলায় ডা. দীপু মনি ও জুনাইদ আহমেদ পলককে এবং রামপুরা থানার আরেকটি হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়।