বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার ১১৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদিত হয়েছে।
কমিটির নেতৃত্বে যারা আছেন
- আহ্বায়ক: রাশেদ খান
- সদস্যসচিব: জেসিনা মুর্শিদ প্রাপ্তি
- মুখ্য সংগঠক: আব্দুল্লাহ আল মামুন (লিখন)
- মুখপাত্র: ফাহিম আল ফাত্তাহ
এছাড়া কমিটিতে ১১ জন যুগ্ম আহ্বায়ক, ১২ জন যুগ্ম সদস্যসচিব এবং আটজন সংগঠক রয়েছেন। বাকি ১২২ জন বিভিন্ন পদে অন্তর্ভুক্ত হয়েছেন।
অন্যান্য জেলার কমিটি
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১২টি জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করে।
- ২ নভেম্বর: কুষ্টিয়া (১১১ জন), নড়াইল (৫১ জন)
- ৩ নভেম্বর: চুয়াডাঙ্গা (১০১ জন)
- ১০ নভেম্বর: সুনামগঞ্জ (৯৯ জন)
- ১১ নভেম্বর: নেত্রকোনা (২৫৪ জন)
- ১২ নভেম্বর: মেহেরপুর (৫১ জন)
- ১৬ নভেম্বর: ঝিনাইদহ (১০৩ জন)
- ২১ নভেম্বর: শেরপুর (১২৬ জন)
- ২২ নভেম্বর: চাঁপাইনবাবগঞ্জ (১৬৪ জন), জামালপুর (১৩৬ জন), কুমিল্লা (২৯৫ জন)
- ২৪ নভেম্বর: রংপুর (১৫৫ জন)
সব কমিটিই ছয় মাসের জন্য অনুমোদিত।
আন্দোলনের পটভূমি
গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে এটি সারা দেশে গণঅভ্যুত্থানে রূপ নেয়। ঐতিহাসিক ছাত্র-জনতার এই আন্দোলনে ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
সংগঠনের পূর্ববর্তী কাঠামো পরিবর্তন
- ৮ জুলাই: আন্দোলনের কার্যক্রম পরিচালনার জন্য ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হয়।
- ৩ আগস্ট: এই টিম ১৫৮ সদস্যে বাড়ানো হয়।
- ২২ অক্টোবর: কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।