শিরোনাম

লিখিত ও বহুনির্বাচনীর সমন্বয়ে হবে জবির ভর্তি পরীক্ষা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৪-২৫: সূচি ও মূল্যায়ন পদ্ধতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সমন্বিত গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। পরীক্ষা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি এবং শেষ হবে ২৮ ফেব্রুয়ারি

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন আহমেদ জানান, এবারের ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এর মধ্যে ৪৮ নম্বর লিখিত, ২৪ নম্বর বহুনির্বাচনী, এবং ২৮ নম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি

  • ৩১ জানুয়ারি: ‘ই’ ইউনিট (চারুকলা অনুষদ)
  • ১৪ ফেব্রুয়ারি: ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ)
  • ১৫ ফেব্রুয়ারি: ‘বি’ ইউনিট (কলা অনুষদ)
  • ২১ ফেব্রুয়ারি: ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ)
  • ২৮ ফেব্রুয়ারি: ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)

প্রশ্ন ও মূল্যায়ন কাঠামো

  • বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদ:
    • এইচএসসি সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস অনুযায়ী লিখিত এবং বহুনির্বাচনী প্রশ্ন।
  • কলা অনুষদ:
    • বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে লিখিত এবং বহুনির্বাচনী প্রশ্ন।
  • এসএসসি ও এইচএসসি ফলাফল:
    • এসএসসির ফল থেকে ১২ নম্বর, এবং এইচএসসির ফল থেকে ১৬ নম্বর হিসাব করা হবে।

ভর্তি পরীক্ষার বিশেষ দিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পদ্ধতি শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়নে আরও সমন্বিত ও সুনির্দিষ্ট কাঠামো তৈরি করবে। নিজস্ব পদ্ধতির এ পরীক্ষা গুণগত মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • ২০২৪-২৫ শিক্ষাবর্ষ
  • এসএসসি-এইচএসসি ফলাফল
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
  • ভর্তি পরীক্ষার সময়সূচি
  • লিখিত ও বহুনির্বাচনী প্রশ্ন
  •