শিরোনাম

শনিবার থেকে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেবে জুলাই ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সারজিস আলম

জুলাই স্মৃতি ফাউন্ডেশন আগামীকাল থেকে নতুন কর্মসূচি শুরু করতে যাচ্ছে, যেখানে প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শুক্রবার (১ নভেম্বর) সকালে শাহবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

সারজিস আলম বলেন, শনিবার (২ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ৪টি ভাগে ২০০ জন শহীদ পরিবারকে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে। ঢাকায় এ কার্যক্রম শুরু হলেও পরে এটি দেশের ৮টি বিভাগেই পরিচালিত হবে।

তিনি আরও জানান, শহীদ পরিবারের মধ্যে কোনো সমস্যা না থাকলে যৌথভাবে সহায়তা দেওয়া হবে। তবে সমস্যা থাকলে ফাউন্ডেশনের লিগ্যাল উইংয়ের মাধ্যমে সমাধান করা হবে।

সহায়তার ক্ষেত্রে বড় পরিমাণ অর্থ চেকের মাধ্যমে এবং ছোট পরিমাণ অর্থ বিকাশের মাধ্যমে প্রদান করা হবে। প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে প্রদান করা হবে।

  • usharbani
  • ঊষারবাণী
  • জুলাই ফাউন্ডেশন
  • সারজিস আলম
  •