শিরোনাম

বিক্ষোভে উত্তাল কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

লক্ষীবাজারের কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। সোমবার (২৫ নভেম্বর) শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে বিক্ষোভ শুরু করে। এর আগে, মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদারের মৃত্যুকে কেন্দ্র করে রবিবার (২৪ নভেম্বর) এসব কলেজে ভাঙচুর চালানো হয়।

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিজিৎ হালদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ নভেম্বর রাতে মারা যান। তার মৃত্যুর প্রতিবাদে রবিবার দুপুর ২টার দিকে বিভিন্ন কলেজের কয়েক হাজার শিক্ষার্থী ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে জড়ো হয়ে বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা হাসপাতালের গেট ও নেমপ্লেট ভেঙে ফেলেন। এরপর হাসপাতালের ভেতরে ঢুকে জানালার কাচ ও একটি অ্যাম্বুলেন্সে ভাঙচুর করেন।

পরে, শিক্ষার্থীদের একটি দল কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের দিকে অগ্রসর হয়। পুলিশ বাধা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে সোহরাওয়ার্দী কলেজে প্রবেশ করে। সেখানে ১৭টি বিভাগের কক্ষ, শিক্ষকদের রুম, একটি প্রাইভেটকার, চারটি মোটরসাইকেল এবং কলেজের নেমপ্লেট ভাঙচুর করা হয়।

এ ঘটনায় শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • কবি নজরুল কলেজ
  • সোহরাওয়ার্দী কলেজ
  •