বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া মেট্রো স্টেশন আগামীকাল শুক্রবার থেকে পুনরায় চালু হতে যাচ্ছে। এদিন থেকে সাপ্তাহিক ছুটির দিনেও মেট্রোরেল চলাচল করবে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত স্টেশনটি মেরামতে প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, “আগামীকাল থেকে মেট্রোরেল চলবে। তবে শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাতে নিয়মিত সময় পর্যন্ত চলাচল করবে। এ সময় দুই ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে ১০, ৮ এবং ১২ মিনিট করে।”
মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশন সম্পর্কে তিনি বলেন, “এই স্টেশন নিয়ে একটি কমিটি কাজ করছে, যা ক্ষতির পরিমাণ নির্ধারণ করছে। আগামী সাত দিনের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।”