শিরোনাম

মঙ্গলবার রাতে লন্ডনে যাবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : খালেদা জিয়া

আগামীকাল রাত ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডা. জাহিদ। তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের ৬ সদস্য এবং তার ব্যক্তিগত কর্মকর্তারা। এছাড়া দীর্ঘ যাত্রায় তার স্বাস্থ্যের খেয়াল রাখতে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের ৪ জন চিকিৎসকও তাকে সহায়তা করবেন।

লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়া সেখানে একটি ক্লিনিকে ভর্তি হবেন। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তার ছেলে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান। সুস্থ হয়ে দেশে ফিরে আসার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া।