কৃষিবিদ ফার্ম মেশিনারি ও অটোমোবাইলস লিমিটেড (কেএফএমএএল) প্রথমবারের মতো “ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং ২০২৫” (ICAMBE) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছে। এই সম্মেলনটি ১২ ও ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি অফ এগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্সেস ইঞ্জিনিয়ারিং (বিএসএএমবিই) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।
উক্ত সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরকার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, কেএফএমএএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবু হেনা মোস্তফা কামাল এবং অন্যান্য গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন