শিরোনাম

বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েক হাজার চাষীকে ধান ও সবজি চারা বিতরণের উদ্যোগ নিয়েছে কৃষিবিদ গ্রুপ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

কৃষিবিদ গ্রুপের তত্ত্বাবধানে বন্যাকবলিত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং পোশাক বিতরণের পর কৃষিবিদ সীড লিমিটেড উদ্যোগ নিয়েছে কয়েক হাজার ক্ষতিগ্রস্ত কৃষককে ধান, বেগুন, মরিচ, টমেটো, ফুলকপি ও বাঁধাকপির চারা বিতরণের। এ লক্ষ্যে মুক্তাগাছা, ময়মনসিংহ, বিরুলিয়া, সাভার ও কেষ্টোপুর, মাগুরায় চারা তৈরির কাজ চলছে।

কৃষিবিদ সীড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ মো. তসলিম রেজা জানিয়েছেন, তারা আশা করছেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে এসব ধান ও সবজি চারা বিতরণ করতে পারবেন। তিনি ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান।

কৃষিবিদ গ্রুপ সব সময় কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিধ্বংসী বন্যার পর ধীরে ধীরে কৃষকদের জমি ও চরাঞ্চল পুনরুদ্ধার হচ্ছে। কিছুদিন আগেও যেখানে সবুজ ফসলের সমারোহ দেখা যেত, সেখানে এখন বন্যার ক্ষতচিহ্ন। তবে কৃষকরা হাল ছাড়েনি, আবার তারা জমিতে ফসল ফলানোর কাজে নেমে পড়েছেন। বর্তমান পরিস্থিতিতে তারা নিজেরাই চারা প্রস্তুত করতে পারছেন না, তাই সরকারের পাশাপাশি কৃষিবিদ গ্রুপের মতো উদ্যোগ গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সহায়তা অত্যন্ত জরুরি।

  • usharbani
  • ঊষারবাণী
  • কৃষিবিদ গ্রুপ
  • কৃষিবিদ সীড
  •   local-nogod-300-x-250