শিরোনাম

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা সাত বছর নির্ধারণ করে নারী ও শিশু নির্যাতন (সংশোধন) আইন পাস করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইন অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, “বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। এটি নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় থাকবে, তবে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে।”

এছাড়া উপদেষ্টা পরিষদের অন্যান্য সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, “সরকারি কাজের দরপত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতি কমাতে এখন থেকে শতভাগ কাজ টেন্ডারের মাধ্যমে সম্পন্ন করা হবে। এতদিন সরকারি কাজের ৬০ শতাংশ টেন্ডারের মাধ্যমে পরিচালিত হতো।”