শিরোনাম

পাসপোর্ট ইস্যুতে প্রবাসীদের সুসংবাদ দিলেন আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

মালয়েশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশে প্রবাসীদের দীর্ঘদিনের পাসপোর্ট সমস্যার সমাধানে সুখবর দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

প্রবাসীদের উদ্দেশে ড. আসিফ নজরুল বলেন, “আমরা জানি, আপনারা পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় পড়েছেন। ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট দেওয়া শুরু হবে। যারা আবেদন করেছেন, তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন।”

সৌদি আরব ও মালয়েশিয়াকে অগ্রাধিকার দিয়ে সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেন, “প্রথম পর্যায়ে সৌদি আরব ও মালয়েশিয়াকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর অন্যান্য দেশ, যেখানে পাসপোর্টের চাহিদা বেশি, তাদের ক্ষেত্রেও অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধান করা হবে। আশা করা যাচ্ছে, তিন থেকে চার সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। এতো পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই-তিন বছরে আর এমন সমস্যা হবে না।”

পাসপোর্ট সংকটের কারণে প্রবাসীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, “এই সমস্যা মূলত পূর্বের ফ্যাসিস্ট সরকারের সময় সৃষ্টি হয়েছে। সে সময়কার মন্ত্রী পাসপোর্ট ছাপানোর কাজটি অনিয়মতান্ত্রিকভাবে একটি পরিচিত কোম্পানিকে দেওয়ার চেষ্টা করেছিলেন। এই প্রক্রিয়ায় বাধা ও টেন্ডারিং করতে গিয়ে প্রায় দেড় বছর সময় নষ্ট হয়। সেই প্রক্রিয়া বাতিল করে দ্রুত সমাধানের জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এই কারণে আপনাদের অনেক কষ্ট হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে ইনশাআল্লাহ, ১৫ ডিসেম্বর থেকে পাসপোর্ট বিতরণ শুরু হবে।”

উল্লেখ্য, পাসপোর্টের সংকটের কারণে সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিরা ভিসা নবায়ন, জরুরি প্রয়োজনে দেশে ভ্রমণসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে সৌদি আরব, মালয়েশিয়া, ইতালি, ও সংযুক্ত আরব আমিরাতে এই সংকট প্রকট আকার ধারণ করেছে।