শিরোনাম

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ দিন আগে
ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনের ফলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এর আগে, সকালে পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় তাকে ফেরানো সম্ভব হবে।”

জুলাই-আগস্ট গণহত্যার মামলায় গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পর তাকে দেশে ফেরানোর লক্ষ্যে বিভিন্ন আইনি পদক্ষেপ শুরু হয়। গত ১৩ নভেম্বর প্রসিকিউশন পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে আবেদন করে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে। এর পর আইজিপির দপ্তর ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ শুরু করে।