এখন থেকে একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৫৯-এর আওতায় জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করবে। এতে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সর্বোচ্চ সুযোগ তিনবার নির্ধারণ করার বিধান সংযোজন করা হবে।
এছাড়া, বৈঠকে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও অন্যান্য সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে অধ্যাদেশ, ২০২৪-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ করা হয়েছে যে, সিভিল সার্ভিস ও অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হবে। স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর নিয়োগে তাদের নিজ নিজ নিয়োগ বিধিমালা প্রযোজ্য হবে। প্রতিরক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োগে পূর্ববর্তী নিয়ম বজায় থাকবে।