শিরোনাম

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তালিকা হচ্ছে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা তৈরি করা হচ্ছে এবং এ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। রোববার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।

ফারুক-ই-আজম বলেন, সকল মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে চিঠি পাঠিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা চাওয়া হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধ একটি অনন্য ঘটনা, যা থেকে বড় গৌরবের আর কিছু নেই। প্রকৃত মুক্তিযোদ্ধারা সেই গৌরব পুনরুদ্ধার করতে চান বলেও তিনি মন্তব্য করেন।

বন্যা পুনর্বাসন কার্যক্রম নিয়ে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা বলেন, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আরও এক সপ্তাহ সময় লাগবে। এ বিষয়ে অস্ট্রেলীয় রাষ্ট্রদূতের সঙ্গে বন্যা পুনর্বাসন কর্মসূচিতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250