বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে পার্শ্ববর্তী দেশের মিডিয়া ও রাজনীতিবিদরা উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “ভারতের বর্তমান পরিস্থিতি দেখে মনে হয়, সেখানে হিংস্র ঘাতক ও রক্তপিপাসুরাই বসবাস করছে।” শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর বার্ন ইনস্টিটিউটে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতসহ কিছু আন্তর্জাতিক মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এসব বক্তব্যের কোনো ভিত্তি নেই। বাংলাদেশ সব ধর্ম ও বর্ণের মানুষের সম্প্রীতির দেশ।”
রিজভী বলেন, “খুনি শেখ হাসিনার জন্য ভারতের রাজনীতিবিদরা মায়াকান্না করছে। শেখ হাসিনার মাধ্যমে তারা তাদের স্বার্থ রক্ষা করতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ জানে, শেখ হাসিনা তাদের সাথে কেমন প্রতারণা করেছে। তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনাকে রক্ষা করতে যারা এগিয়ে আসবে, তাদেরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে। কোনো হুমকি দিয়ে এই বিচার এড়ানো যাবে না।”