শিরোনাম

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি আজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ দিন আগে
ছবি : সংগৃহীত

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তির জন্য আজ ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারি আয়োজন করা হয়েছে।

তবে শিক্ষার্থী ও অভিভাবকদের লটারির ফলাফল জানার জন্য ইনস্টিটিউটে আসতে হবে না। তারা ঘরে বসেই অনলাইনে সহজেই ফলাফল দেখতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

### কীভাবে লটারি ফলাফল জানবেন
ডিজিটাল লটারি সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের ফলাফল অনলাইনে দেখা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক এবং শিক্ষার্থীরা মাউশির নির্ধারিত লিংক (https://gsa.teletalk.com.bd/) ব্যবহার করে তাদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে সহজেই ফলাফল ডাউনলোড করতে পারবেন।

### আবেদন ও আসনের তথ্য
মাউশির তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য অনলাইনে আবেদন করার সুযোগ ছিল। এই সময়ের মধ্যে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির জন্য মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯টি আবেদন জমা হয়েছে।

সরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য ৬ লাখ ৩৫ হাজার ৭২টি আবেদন জমা পড়ে, যেখানে মোট আসন রয়েছে এক লাখ ৮ হাজার ৭১৬টি। অপরদিকে, ৪ হাজার ৯৪৫টি বেসরকারি স্কুলে ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি।

সরকারি ও বেসরকারি মিলিয়ে এবার ৫ হাজার ৬২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট শূন্য আসনের সংখ্যা ১১ লাখ ১৬ হাজার ৬৩৩টি।

  • usharbani
  • ঊষারবাণী
  • ভর্তির লটারি
  • স্কুল
  •