শিরোনাম

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় থাকা লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে শনিবারই সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আজ আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

এর ফলে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে, যার কারণে উপকূলীয় অঞ্চলসহ সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া, মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি বৃষ্টির শঙ্কাও রয়েছে। আগামী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে।

  • usharbani
  • ঊষারবাণী
  •