দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গত ৫ আগস্ট থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয়ভাবে কাজ করছে। মানুষের চলাচলকে আরও সুরক্ষিত ও জনবান্ধব করতে এবং তাদের মধ্যে আস্থা বৃদ্ধি করতে সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন বাহিনী একসঙ্গে কাজ করছে এবং জনগণকে এই মেসেজ দেওয়ার জন্যই সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে।
সচিব মোখলেস উর রহমান বলেন, সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে মাত্র ৬০ দিনের জন্য, যাতে জনগণ আরও নিরাপদ বোধ করতে পারে। প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কোনও দ্বন্দ্ব তৈরি হবে না বলে তিনি জানান, কারণ এটি কোনও নির্দিষ্ট ক্যাডারের ক্ষমতা নয়, বরং রাষ্ট্রের ক্ষমতা। জনস্বার্থে কাজ করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভালো ফলাফল দেবে।
No tags found for this post.