শিরোনাম

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তি উপলক্ষে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে সারাদেশে এই কর্মসূচি পালিত হবে। আন্দোলনের সমন্বয়করা আহত ও শহীদদের পরিবারের সদস্যদেরও এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শহীদি মার্চটি নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ এবং রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

এতে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, যেভাবে তারা বাংলাদেশকে দেখতে চান, তা ব্যানারে লিখে নিয়ে আসতে এবং সংবিধান বা দেশের উন্নয়ন নিয়ে মতামতও ব্যানারে তুলে ধরার জন্য উৎসাহিত করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজও পৃথকভাবে দুপুর ২টায় এবং সকাল সাড়ে ১১টায় তাদের ক্যাম্পাস থেকে শহীদি মার্চ শুরু করবে।

প্রসঙ্গত, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে। সরকারপক্ষের নিপীড়ন এবং ছাত্রলীগের হামলার পর এই আন্দোলন সরকার পতনের দাবিতে রূপ নেয়। অবশেষে, ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন এবং ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

  • usharbani
  • ঊষারবাণী
  •