শিরোনাম

মাওলানা সাদকে ছাড়া ইজতেমা হতে দেবে না তার অনুসারীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : সংগৃহীত

মাওলানা সাদকে ছাড়া এবারের ইজতেমা আয়োজন মেনে নেবেন না তার অনুসারীরা। তারা মাওলানা সাদের আসার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন এবং অভিযোগ করেছেন যে ষড়যন্ত্র করে তাকে ইজতেমায় অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সাদপন্থী আলেমরা কাকরাইল মসজিদ থেকে রওনা দেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন তারা। বাধার কারণে তারা রমনায় রাস্তায় বসে প্রতিবাদ জানান।

তাদের অভিযোগ, ষড়যন্ত্রমূলকভাবে এবং বৈষম্যমূলক আচরণ করে তাদের মুরুব্বিকে আসতে দেওয়া হচ্ছে না। তারা এ পরিস্থিতির পরিবর্তন এবং মাওলানা সাদকে ভিসা দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

জানা গেছে, আন্দোলনকারী আলেমদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা করছে। ইতোমধ্যে প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, মাওলানা সাদ কান্ধলভী দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরুব্বি এবং মাওলানা ইলিয়াস (রাহ.)-এর নাতি। তার কিছু বক্তব্য কুরআন, হাদিস, ইসলাম এবং নবুয়ত বিষয়ক বিতর্কিত বলে গণ্য হওয়ায় তিনি দেওবন্দসহ বিশ্ব আলেমদের মধ্যে সমালোচিত হয়েছেন। এসব বিতর্কের কারণে তবলিগ জামাত বর্তমানে দুটি ভাগে বিভক্ত।

  • usharbani
  • ইজতেমা
  • ঊষারবাণী
  •