শিরোনাম

কোনও প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ করা যাবে না, সতর্কতা জারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সতর্কীকরণ: অভিযোগের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে, সহিংস আচরণ নিষিদ্ধ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দফতরে জানাতে হবে এবং কোনো প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ করা যাবে না। তল্লাশি ও মামলা গ্রহণে প্রচলিত আইন মেনে চলা হবে এবং হয়রানিমূলক পদক্ষেপ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট, ২০২৪ তারিখে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ এর নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে পূর্ববর্তী সরকারের পতন ঘটলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। পুরানো সরকারের নিষ্ঠুর বল প্রয়োগের ফলে অনেক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটে এবং বহু মানুষ অপহরণ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। বর্তমান সরকার এই নির্যাতনের বিচার করতে প্রতিজ্ঞাবদ্ধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘকে সত্য অনুসন্ধানের আহ্বান জানানো এবং বিচার প্রক্রিয়া শুরু করার পরও কিছু স্বার্থান্বেষী মহল আইন নিজের হাতে তুলে নেবার চেষ্টা করছে, যেমন: প্রতিষ্ঠান ঘেরাও, জোরপূর্বক পদত্যাগ, ভাঙচুর, অগ্নিসংযোগ, বেআইনি তল্লাশি, লুটপাট, চাঁদাবাজি, ও মামলা গ্রহণে পুলিশকে চাপ প্রয়োগ। সরকার সকলকে আশ্বস্ত করতে চায় যে, মামলা হওয়া মানেই গ্রেফতার নয়; সঠিক যাচাই-বাছাই করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সরকার জননিরাপত্তা বিঘ্নকারী কার্যকলাপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং সকল দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে সহযোগিতার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  •