শিরোনাম

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
ফাইল ছবি

দশ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২০১ নম্বর ফ্লাইটে স্ত্রীসহ দেশ ত্যাগ করেন। এর আগে সকাল ৭টা ১৭ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান।

যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি দলের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব, এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

দলের একাধিক সূত্র জানিয়েছে, মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার চিকিৎসার প্রথম ধাপ যুক্তরাজ্যে সম্পন্ন হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। মহাসচিবের যুক্তরাজ্য সফরের পরই খালেদা জিয়ার চিকিৎসার প্রক্রিয়া শুরু হবে।