শিরোনাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের জেরে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের বদলি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের বদলি

মাগুরার মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ এবং উত্তেজনাকর পরিস্থিতির জেরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ মন্ডলকে বদলি করা হয়েছে। তাকে নতুন কর্মস্থল হিসেবে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি মহম্মদপুরে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিতর্কিত ব্যক্তিত্ব শেখ রিজুকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে অতিথি করার ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জানানো হয়, শেখ রিজু অতীতে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সহিংস হামলার নেতৃত্ব দিয়েছেন। এতে নিরীহ ছাত্ররা আহত এবং নিহত হন। এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও ভূমি দখলের অভিযোগ দীর্ঘদিনের।

ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, শেখ রিজুকে এ ধরনের গুরুত্বপূর্ণ সম্মাননা অনুষ্ঠানে অতিথি করা মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা এবং ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা। এ ঘটনার পর থেকেই মহম্মদপুরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি চলতে থাকে।

বিক্ষোভের প্রভাব এবং ক্রমবর্ধমান চাপের মুখে ইউএনও পলাশ মন্ডলকে মহম্মদপুর থেকে সরিয়ে মুজিবনগরে বদলি করা হয়। তবে প্রশাসনের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি মূল সমস্যার সমাধান নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তারা জানিয়েছেন, শেখ রিজুকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান থেকে প্রত্যাহার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

  • পলাশ মন্ডল
  • মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার
  •