শিরোনাম

চাঁদ দেখা গেছে , কাল ঈদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ দিন আগে
ছবি : সংগৃহীত

আগামীকাল দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবেরোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ঈদের আনুষ্ঠানিক ঘোষণা

সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, তাই সোমবারই ঈদ উদযাপন করা হবে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

চাঁদ দেখার ওপর ঈদের তারিখ নির্ভরশীল

ঈদুল ফিতরের দিনক্ষণ চাঁদ দেখার ওপর নির্ভর করে, তাই প্রতিবছর তারিখ পরিবর্তিত হয়। চান্দ্র মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়, যার ফলে মুসলমানদের ঈদের দিন নির্ধারণে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। এ বছর রমজান মাস ২৯ দিনে সম্পন্ন হওয়ায় সোমবার ঈদ উদযাপিত হবে

বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপন

এর আগে, আজ রোববার (৩০ মার্চ) সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন ও সুদানে ঈদ উদযাপিত হচ্ছে

ঈদুল ফিতরের মাহাত্ম্য

রমজান মাসে এক মাস রোজা রাখার পর, শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়। ঈদুল ফিতর ভ্রাতৃত্ব, আনন্দ ও সংহতির বার্তা বহন করে