শিরোনাম

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ১ মার্চ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

১৪৪৬ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী ১ মার্চ মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন।

এছাড়া, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে।

চাঁদ দেখা সংক্রান্ত তথ্য জানানোর জন্য নিম্নলিখিত টেলিফোন, মোবাইল, ফ্যাক্স এবং ই-মেইল নম্বর সরবরাহ করা হয়েছে:

  • টেলিফোন: ০২-৪১০৫৩২৯৪, ০২-৪১০৫০৯১২
  • মোবাইল: ০১৭৩২৬১২৯৫, ০১৭১৬৮৮৪৮৬৯