ভূমি মন্ত্রণালয় ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে সরকার। আজ রোববার (২২ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সোমবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে দেশের সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া, প্রজ্ঞাপনে উপদেষ্টা হাসান আরিফের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনারও আয়োজন করার আহ্বান জানানো হয়েছে।
আগামীকাল সোমবার সকাল সাড়ে দশটায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের কবরের পাশে এ. এফ. হাসান আরিফকে দাফন করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে এ. এফ. হাসান আরিফ মৃত্যুবরণ করেন। তার মেয়ে দেশের বাইরে অবস্থান করায় সোমবার তার দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।