শিরোনাম

বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র করছে: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের অভিযোগ: ডা. এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন দাবি করেছেন, পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। শনিবার (৭ ডিসেম্বর), জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুব সমাবেশ’ শীর্ষক একটি কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ভারতকে নিয়ে অভিযোগ

ডা. জাহিদ হোসেন বলেন, “শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে ভারত বাংলাদেশে নানা ষড়যন্ত্র করে চলেছে। শুধু ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠায়ই তারা থেমে নেই, বরং অন্য ধর্মের মানুষদের নির্যাতনের মাধ্যমে পরিস্থিতি আরও ঘোলাটে করছে।”

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনগুলোতে হামলা করা মানে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানা। এর জন্য মোদি সরকারকে জবাবদিহি করতে হবে।

সাম্প্রদায়িক উস্কানির বিষয়ে সতর্কবার্তা

বিএনপির এই নেতা বলেন, “ভারতীয় সরকার সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা করছে। কিন্তু আমরা কোনো উস্কানিতে পা দেব না। জাতিকে একত্রিত হয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”

  • বাংলাদেশ
  • ভারতের ষড়যন্ত্র
  •