হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারক নিয়োগ আর কারও ব্যক্তিগত পছন্দ বা প্রভাবের ভিত্তিতে হবে না। এটি সম্পূর্ণ আইনের ভিত্তিতে পরিচালিত হবে। এছাড়া সাইবার সিকিউরিটি আইন বাতিল করার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইন উপদেষ্টা বলেন, “আমি কাজে পুরোপুরি সন্তুষ্ট নই, তবে আন্তরিকতার ঘাটতি ছিল না। যোগ্যতার সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু কোনো অন্যায় করিনি। প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করেছি। ভুল হতে পারে, তবে চেষ্টা অব্যাহত রেখেছি।”
তিনি আরও বলেন, “পতনের দুই-তিন দিন আগে শেখ হাসিনা নিজের পরিবার ও আত্মীয়স্বজনদের নিরাপদে পাঠিয়ে নিজেই পালিয়ে যান। এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালাপ ফাঁস করে নেতাকর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাব— আপনারা শেখ হাসিনার কাছে জবাবদিহিতা চান, কেন তিনি কোনো কথা না বলেই পালিয়ে গিয়েছিলেন।”