খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যাত্রা শুরু করেছে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় নতুন এই ট্রেনটি প্রথমবারের মতো খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার পথে যাত্রা শুরু করেছে।
পদ্মা সেতু হয়ে নির্মিত নতুন রেলপথের কারণে ঢাকা থেকে খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমে গেছে। এ পথে এখন ঢাকা থেকে খুলনায় পৌঁছানো যাবে মাত্র ৩ ঘণ্টা ৪৫ মিনিটে। পূর্বে বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াতে সময় লাগত প্রায় ৯ ঘণ্টা ৩০ মিনিট। নতুন রুটে যাত্রার সময় কমার পাশাপাশি ভাড়াও কমেছে, যা যাত্রীদের জন্য আরামদায়ক এবং সাশ্রয়ী। দক্ষিণাঞ্চলের মানুষ এবং রেল সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন ট্রেন চলাচলে আনন্দিত।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ নামে ট্রেনটি চলবে। সপ্তাহের সোমবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকলেও বাকি ছয় দিন এটি দিনে দুইবার ঢাকা-খুলনা এবং ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে।
রেলওয়ে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস এবং নকশিকাঁথা কমিউটার ট্রেন চলাচল করছে। নতুন যুক্ত হওয়া ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এই রুটে যাত্রার সময় অনেকটাই কমিয়ে এনেছে। যেমন, সুন্দরবন এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে খুলনায় পৌঁছাতে ৮ ঘণ্টার বেশি সময় নেয়, আর চিত্রা এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু হয়ে ৯ ঘণ্টারও বেশি সময় লাগে। এদিকে নকশিকাঁথা ট্রেন খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে সময় নেয় ১০ ঘণ্টার বেশি। কিন্তু ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এই রুটে ৫-৬ ঘণ্টা সময় সাশ্রয় করছে।
রেলের সময়সূচি অনুযায়ী, ‘জাহানাবাদ এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৬টায় খুলনা থেকে ছেড়ে নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন হয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ঢাকার যাত্রা শুরু করবে রাত ৮টায় এবং খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে।
অন্যদিকে, একই ট্রেন ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ নামে প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে দুপুর আড়াইটায় বেনাপোলে পৌঁছাবে। বেনাপোল থেকে বিকাল ৩টা ৩০ মিনিটে ছেড়ে নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন হয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
নতুন ট্রেনের ভাড়াও রেল কর্তৃপক্ষ নির্ধারণ করেছে। ঢাকা থেকে খুলনা রুটে শোভন চেয়ার ভাড়া ৪৪৫ টাকা, স্নিগ্ধা (এসি চেয়ার) ৮৫১ টাকা এবং এসি সিটের ভাড়া ১০১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।