সাধারণ পোশাক পরে কোনো আসামিকে গ্রেপ্তার করার অনুমতি আর থাকবে না পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি), এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৬ জানুয়ারি) ঢাকায় ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি ডিবি এখন থেকে সাধারণ পোশাক পরে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারবে না।
এ সময় তিনি আরও বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সম্পূর্ণরূপে ইলেকট্রনিক পাসপোর্টে (ই-পাসপোর্ট) রূপান্তর করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তিনি উল্লেখ করেন, “আমার দায়িত্বকালের মধ্যেই এ কাজ সম্পন্ন করতে চাই।”
স্বরাষ্ট্র উপদেষ্টা পাসপোর্ট পরিষেবার মান উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, “পাসপোর্ট পেতে এখনো বেশি সময় লাগে। এ প্রক্রিয়াটি দ্রুত করার নির্দেশনা দিয়েছি।”
রোহিঙ্গাদের কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহারের সুযোগ না দেওয়ার বিষয়ে সরকারের কঠোর অবস্থানও তুলে ধরেন তিনি। এ বিষয়ে পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা অব্যাহত রাখা হবে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান।
তিনি আরও বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ভিসাবিহীনভাবে বাংলাদেশে অবস্থানকারীরা ভিসা সংগ্রহ না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।