স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, এ বছরও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না।
রোববার দুপুরে ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, রমজান মাস চলমান, এর মধ্যেই ঈদের ছুটি পড়েছে, পাশাপাশি ২৬ মার্চও একই সময়ে পড়েছে। বৈঠকে এই সময়ে যে কোনো ঝুঁকি এড়ানোর বিষয়টি আলোচনা করা হয়েছে। তিনি আরও বলেন, গত বছরও কুচকাওয়াজ হয়নি, এবারও হবে না, কারণ আমরা কোনো আনন্দ করার অবস্থানে নেই।
স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো আইনশৃঙ্খলা বা নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, তিনি কোনো ধরনের ঝুঁকি দেখছেন না।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
এছাড়া, জানা গেছে ঈদ উপলক্ষে যেন কোনো শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয়, সেজন্য গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা ঈদের আগেই পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিকদের ছুটি ধাপে ধাপে দেওয়ার বিষয়ে তৈরি পোশাক শিল্প খাতের সংগঠনগুলো সিদ্ধান্ত নেবে।