জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধীন শিক্ষার্থীদের বিনামূল্যের বই আর বিদেশে ছাপা হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বুধবার (১ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “বই ছাপার ক্ষেত্রে কোনো বাণিজ্যিক একচেটিয়া মনোভাব থাকবে না। এর পরিবর্তে ছাপার মান উন্নত করতে এবং সুশৃঙ্খল প্রক্রিয়া নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন থেকে বই ছাপা পুরোপুরি দেশে সম্পন্ন হবে।”
তিনি আরও বলেন, বইয়ের কাগজ ও মলাটের মান উন্নত করা হবে। একইসঙ্গে যারা মুদ্রণ খাতের দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তাদের অনেককেই ইতিমধ্যে বদলি করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকেও (দুদক) আহ্বান জানানো হবে।
বই বিতরণে কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, “আগের বাজারমূল্যে বই ছাপা হয়েছে। যারা এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে। এই তালিকা ভবিষ্যতে কাজে লাগানো হবে।”
পাঠ্যবইয়ে দলীয় রাজনীতির নিরপেক্ষতা নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইকে শুদ্ধ ও পরিমার্জিত করা হয়েছে। আগে নবম ও দশম শ্রেণিতে শুধু সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞান পড়ানো হতো। এখন থেকে উচ্চতর গণিত ও উচ্চতর বিজ্ঞানও অন্তর্ভুক্ত করা হয়েছে।”
তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে সব মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে, যা শিক্ষা খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।