শিরোনাম

পাইকারি হারে কাউকে গ্রেফতার করা হবে না: আইজিপি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পাইকারি হারে কাউকে গ্রেফতার করা হবে না।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি জানান, জুলাই-আগস্ট মাসে পুলিশের কিছু সদস্য অতিরিক্ত আচরণ এবং আইনভঙ্গ করেছেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তার প্রধান দায়িত্ব, এবং পুলিশ সদস্যদের মনোবল ও আত্মবিশ্বাস পুনরুদ্ধারে কাজ চলছে।

তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ের সঙ্গে আচরণ করতে হবে এবং পুলিশের সংস্কারের মাধ্যমে এটি জনবান্ধব করা হবে।

মিথ্যা মামলাকে কেন্দ্র করে অনেকেই বাণিজ্য করছে উল্লেখ করে বাহারুল আলম জানান, পাইকারি হারে কাউকে গ্রেফতার করা হবে না এবং নিরীহ কাউকে হয়রানি করা হবে না। যিনি নিরীহ, তিনি বাদ পড়বেন।

পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন-অর-রশীদসহ পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবস্থান এখনো শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।

৫ আগস্টের পর কারাবন্দি জঙ্গিদের জামিন প্রসঙ্গে আইজিপি বলেন, আদালতের রায় চূড়ান্ত।

  • usharbani
  • আইজিপি
  • ঊষারবাণী
  •