শিরোনাম

ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধের কোনো সম্ভাবনা নেই: পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। বাংলাদেশের পক্ষ থেকে রাজনাথ সিংয়ের এই বক্তব্যে উদ্বেগের চেয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে, তবে ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা বাংলাদেশের কাছে মনে হচ্ছে না।

রোববার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভারতে শেখ হাসিনার আশ্রয় নেওয়ার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয়, তাহলে পরবর্তীতে আমরা বিষয়টি জানবো।

রোহিঙ্গাদের বিষয়ে তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ আর নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারবে না। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) আরও রোহিঙ্গা আশ্রয় দেওয়ার পরামর্শ দিলেও, বাংলাদেশের সামর্থ্য সীমিত। আমরা যে সকল রোহিঙ্গাকে পেয়েছি, তাদের ফেরত দেওয়ার চেষ্টা চালাচ্ছি।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, যা আমাদের দায়িত্বের চেয়ে বেশি। তাই অন্য কেউ আমাদের উপদেশ দিতে এলে, তাদের বলব, তারা তাদের নিজস্ব ব্যবস্থা নিক।

এছাড়া, প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের সাতজন সদস্যের তালিকা সঠিক এবং সেই সফরে পররাষ্ট্র উপদেষ্টাও অংশ নেবেন বলেও জানান তিনি।