শিরোনাম

বিজয় দিবস উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তিনি বলেন, এ জাতীয় দিবস যাতে সবার জন্য নিরাপদ এবং আনন্দমুখর হয়, তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, বিজয় দিবস আমাদের সবার অর্জন। এটি কেবল কারও একার নয়, বরং মহান মুক্তিযুদ্ধে দেশের প্রতিটি মানুষের অংশগ্রহণের ফসল। তাই এ দিনটি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উদযাপিত হবে।

সভায় বিজয় দিবস উদযাপন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে, জাতীয় পতাকা সঠিক নিয়মে উত্তোলন এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিজয় দিবসে আলোকসজ্জা এবং উৎসবমুখর পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) খোদা বকশ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম এনডিসি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।