শিরোনাম

কনকনে শীতে বিপর্যস্ত উত্তরের জনজীবন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
ছবি : সংগৃহীত

হিমালয়ের কাছাকাছি উত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং এর গতিবেগ ঘণ্টায় ১০-১২ কিলোমিটার।

এর আগে, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দিনাজপুরে, যা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। সারা দিন সূর্যের দেখা না মেলায় এবং উত্তর-পশ্চিম থেকে আসা শীতল বাতাসের কারণে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হয়।

স্থানীয়রা জানান, তাপমাত্রা কমার পাশাপাশি শীতল বাতাস বেশি কষ্ট দিচ্ছে। এর সঙ্গে ঘন কুয়াশা বাতাসে মিশে কাঁটার মতো অনুভূত হচ্ছে। ফলে ঘরে ঘরে লেপ-কাঁথার প্রয়োজন বেড়েছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষজন শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে শীত কিছুটা কমলেও ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি বজায় রয়েছে। সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।