শিরোনাম

শেখ পরিবারের নামে থাকা সেনাবাহিনীর ১৫ স্থাপনার নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে থাকা ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগের নাম বাতিল করে নতুন নাম ঘোষণা করা হয়েছে। এসবের মধ্যে ১৫টির নাম শেখ পরিবারের সদস্যদের নামে রাখা হলেও একটি নাম রাখা হয়েছে ভিন্নভাবে।

নতুন নাম অনুযায়ী, টাঙ্গাইলের ভূঞাপুরে অবস্থিত বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে রাখা হয়েছে যমুনা সেনানিবাস। কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নতুন নাম হয়েছে মিঠামইন সেনানিবাস। বরিশালের লেবুখালিতে শেখ হাসিনা সেনানিবাসের পরিবর্তে এখন থেকে এর নাম হবে বরিশাল সেনানিবাস। এছাড়া, শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের নতুন নাম রাখা হয়েছে পদ্মা সেনানিবাস।

চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমির বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিএমএ একাডেমিক কমপ্লেক্স। হালিশহরের বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স এখন থেকে পরিচিত হবে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল নামে। অন্যদিকে, কক্সবাজারের রামু সেনানিবাসে অবস্থিত মুজিব রেজিমেন্ট আর্টিলারির নতুন নামকরণ করা হয়েছে ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি।

ঢাকার বিজয় সরণিতে অবস্থিত অ্যাডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নতুন নাম রাখা হয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর। শরীয়তপুরের জাজিরায় অবস্থিত বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্ম চরজানাজাতের নাম পরিবর্তন করে করা হয়েছে কম্পোজিট মিলিটারি ফার্ম জাজিরা।

এছাড়া, বিভিন্ন সেনানিবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের নামও পরিবর্তন করা হয়েছে। ঢাকার বঙ্গবন্ধু জাদুঘরের নতুন নাম হয়েছে স্বাধীনতা জাদুঘর। টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। একইভাবে, নারায়ণগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন নাম হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।