ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে ধনতালা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩-এর পাশ দিয়ে ভারতে প্রবেশের সময় ডিংগাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালায়। এতে জয়ন্ত কুমার সিংহ (১৫) ভারতের ভেতরে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নিহত জয়ন্ত বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে। তার সঙ্গে থাকা আরও দুই বাংলাদেশি আহত হন, যারা ফকির ভিঠা গ্রামের মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ। তারা গোপনে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানিয়েছেন, সীমান্তে তাদের যাওয়ার কারণ নিশ্চিত হওয়া যায়নি, তবে নিহতের লাশ বিএসএফের হেফাজতে রয়েছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজির আহমদ এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি সম্পর্কে তদন্ত চলছে।