শিরোনাম

BARC কর্তৃক আয়োজিত Challenges and Opportunities of Seed Sector in Bangladesh : প্রাইভেট সেক্টর হতে প্রতিনিধিত্ব করেন BSA এর মহাসচিব ড. আলী আফজাল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ ঘন্টা আগে

আজ (২২ ডিসেম্বর ২০২৪), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)-এর শস্য বিভাগ কর্তৃক আয়োজিত “Challenges and Opportunities of Seed Sector in Bangladesh: Public and Private Partnership” শীর্ষক একটি কর্মশালা ফার্মগেটস্থ BARC অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বাংলাদেশের বীজ খাতের উন্নয়নে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং এ খাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

বেসরকারি খাতের পক্ষ থেকে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, কৃষিবিদ সীড লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক ড. মো. আলী আফজাল। তিনি তাঁর উপস্থাপনায় তুলে ধরেন:

বাংলাদেশের বীজ খাতের বর্তমান অবস্থা। উন্নতমানের বীজ উৎপাদন ও সরবরাহে বেসরকারি খাতের অবদান। উচ্চফলনশীল ও জলবায়ু-সহনশীল জাত উদ্ভাবনের জন্য গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বীজ শিল্পের উন্নয়নের জন্য সুপারিশ।

অনুষ্ঠানে কৃষি খাতের গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE)
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI)

কর্মশালাটির উদ্দেশ্য ছিল বাংলাদেশের বীজ খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো চিহ্নিত করা এবং সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এই খাতের উন্নয়নের জন্য সমাধানের পথ খোঁজা।

  • BARC
  • BSA
  • Seed
  • usharbani
  • ঊষারবাণী
  • ড. আলী আফজাল
  •