শিরোনাম

মুখ খুললেন পলকের শ্যালিকা, দিলেন মঞ্চে ওঠার ব্যাখ্যা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

নাটোরের সিংড়ায় বিএনপির আয়োজিত একটি সভায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমানের উপস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

মঞ্চে ওঠার কারণ জানালেন ডা. ফারজানা:
এ বিষয়ে ডা. ফারজানা রহমান নিজেই বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে চেম্বারে যাওয়ার পথে রিকশা না পেয়ে পায়ে হেঁটে সিংড়া কোর্ট মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় কিছু মানুষ তাকে ঘিরে কুশল বিনিময় করেন এবং মঞ্চের নিচে বসার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, একপর্যায়ে মাইকে তার নাম ঘোষণা করা হলে তিনি অনিচ্ছাসত্ত্বেও মঞ্চে ওঠেন। তবে বিএনপির নেতারা অনুষ্ঠান শুরু করলে তিনি সঙ্গে সঙ্গে মঞ্চ ত্যাগ করেন।

ব্যক্তিগত ও পারিবারিক ব্যাখ্যা:
ডা. ফারজানা জানান, তার চাচাতো বোনের স্বামী সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হলেও তার বাবার রাজনৈতিক ইতিহাস ভিন্ন। তিনি বলেন, “আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সিংড়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কখনো কোনো দলীয় সুবিধা গ্রহণ করেননি বা দলীয় পরিচয়ে নিজেকে পরিচিত করেননি।

বিব্রতকর পরিস্থিতি:
বিএনপির মঞ্চে তার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আলোচনা-সমালোচনায় তিনি অত্যন্ত বিব্রত বলে জানিয়েছেন।

No tags found for this post.