ফের বেড়েছে বোতলজাত এলপিজির দাম। ১২ কেজির বোতলজাত এলপিজির মূল্য ৪৪ টাকা বেড়ে এখন ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন দামের ঘোষণা দেন। গত আগস্ট ও জুলাই মাসেও এলপিজির দাম বৃদ্ধি পেয়েছিল। বাজারে খুচরা পর্যায়ে এলপিজি কেনার ক্ষেত্রে ক্রেতাদের বিভিন্ন সমস্যার অভিযোগ শোনা যাচ্ছে, যার ওপর নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে কমিশন।
বিইআরসির গ্যাস ও বিদ্যুৎ মূল্য নির্ধারণের ক্ষমতা পুনরায় ফিরে পাওয়ার বিষয়ে কমিশন আশাবাদী ও সন্তুষ্ট। তারা আশা করছে, স্বাধীনভাবে গণশুনানির মাধ্যমে মূল্য নির্ধারণ করতে পারবে।
আগামী মাসেই বিইআরসি একটি পূর্ণাঙ্গ নতুন কমিশন গঠন করবে, যার পর বিদ্যুৎ ও জ্বালানি দাম সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।