শিরোনাম

বনানীতে সড়ক অবরোধ করলেন প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে শিক্ষার্থীরা কাকলি মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়, যা ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি করে।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। তাদের দাবি, একটি ডিপার্টমেন্টকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের কথা ছিল। তবে তারা অভিযোগ করছেন, তিনশ ফিট এলাকায় স্থায়ী ক্যাম্পাসের জমি বিক্রির পরিকল্পনা করছে ট্রাস্টি বোর্ড।

শিক্ষার্থীরা আরও জানান, তাদের সিনিয়ররাও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করেছেন, কিন্তু সফল হননি। এছাড়া তারা অভিযোগ করেন, বোর্ড অব ট্রাস্টির কয়েকজন সদস্য বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছেন এবং শিক্ষার্থীরা এই অর্থ পুনরুদ্ধারের দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, শিক্ষার্থীরা আগের দিনও একই দাবিতে বনানীতে রাস্তা অবরোধ করেছিলেন। আজ তারা আবারও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে নেমেছেন। একইসঙ্গে, বোর্ড অব ট্রাস্টির কয়েকজন সদস্যের অর্থ আত্মসাতের বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন এবং এই অর্থ ফেরত চেয়েছেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়
  • বনানী
  •