শিরোনাম

আন্দোলনে হামলার ঘটনায় ৩৯ প্রভাবশালীকে গ্রেফতার করেছে র‍্যাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এ পর্যন্ত এজাহারভুক্ত ৩৯ জন প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। রোববার (৬ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে অপহৃত এক শিশুকে উদ্ধার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

লে. কর্নেল মুনিম ফেরদৌস বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও প্রভাবশালীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে। একই সঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ভিডিওগুলোতে যাদের ছাত্র-জনতার ওপর হামলা করতে দেখা গেছে, তাদেরও ধরার জন্য অভিযান চালানো হচ্ছে। তিনি সাধারণ মানুষের কাছে অনুরোধ করেন, কারও কাছে কোনো প্রাসঙ্গিক তথ্য থাকলে, তা র‍্যাবকে জানিয়ে সহযোগিতা করতে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত ৩০ সেপ্টেম্বর সদরঘাট থেকে অপহৃত শিশু আব্দুল্লাহ আল নূর তুষারকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করা হয়েছে তথ্য প্রযুক্তির সহায়তায়। তবে অপহরণকারীকে এখনও আটক করা সম্ভব হয়নি।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস নিশ্চিত করেন, ৫ আগস্টের পর কোনো র‍্যাব সদস্য কর্মবিরতিতে যাননি বা পালিয়ে যাননি।

  • usharbani
  • ঊষারবাণী
  • র‍্যাব
  •